• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

গুলশানে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০১:৪১ পিএম
গুলশানে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

রাজধানীর গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় মোছা. সখিনা আক্তার (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

সোমবার (৭ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে কোকাকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখিনার স্বামী আব্দুল করিম জানান, তার স্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী।ভোরে গুলশানের নতুন বাজারের কোকোকোলা মোড় এলাকায় রাস্তা ঝাড়ু দেওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।  এতে সে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল করিম আরো জানান, নতুন বাজারের কোকোকোলার মোড় এলাকায় তারা থাকেন। তাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!